যেমন শক্তিশালী বিরোধীদল দেখতে চান তা শিগগিরই দেখতে পাবেন: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রহীনতা ও ফ্যাসিবাদের মধ্যে শক্তিশালী বিরোধী দল গড়ে তোলা হবে। বিচার বিভাগকে ব্যবহার করে রাজনৈতিক দল নির্মূলের চক্রান্ত চলছে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এটা মার্কিন মানবাধিকার রিপোর্টে প্রমাণিত হয়েছে। এই রিপোর্ট নির্বাচনের পরিবেশ ও বিএনপির আন্দোলনে ইতিবাচক প্রভাব ফেলবে।

তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধু জোবায়দা রহমানকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। জিয়া পরিবারকে হয়রানি করতে মামলা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শনিবার সংবাদ সম্মেলনে এসব একথা বলেন । ডিবিসি ও যমুনা টিভি

news