জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাত আগামী শুক্রবার আত্মপ্রকাশ করতে যাওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন। গতকাল মঙ্গলবার তারা ফেসবুকে এই সিদ্ধান্তের কথা জানান।

জুনায়েদ বর্তমানে চীন সফরে রয়েছেন, যেখানে দেশটির কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে তিনি উপস্থিত। তার এই সফর নিয়ে নাগরিক কমিটিতে আপত্তি উঠেছিল, এবং সোমবার একটি বিবৃতি জারি করে সংগঠনটি জানায় যে তারা জুনায়েদের সফরের বিষয়টি জানতো না। এদিকে, নতুন দলের সদস্যসচিব পদ নিয়ে জুনায়েদের সঙ্গে সংগঠনের নেতাদের মধ্যে দ্বন্দ্ব প্রকাশিত হয়েছিল। জুনায়েদের সমর্থকরা তাকে এই পদে দেখতে চাইলেও কিছু সদস্য আখতার হোসেনকে চান। এই দ্বন্দ্ব নিয়ে টানাপোড়েন চলছিল।

ফেসবুক পোস্টে জুনায়েদ জানান, ‘আগামী ২৮ ফেব্রুয়ারি যেই নতুন রাজনৈতিক দলটি আসছে, সেখানে আমি থাকছি না। এই কথা আমি প্রায় এক সপ্তাহ আগে দলের নেতাদের জানিয়েছি।’ তিনি বলেন, বৃহত্তর ঐক্যের স্বার্থে এবং জাতির নজর নতুন দলটির ওপর নিবদ্ধ রাখতে তিনি নীরবতা অবলম্বন করেছিলেন, তবে গুঞ্জন থামছে না। 

তিনি আরও বলেন, ‘আগামীর বাংলাদেশ নির্মাণের জন্য রাজনৈতিক দল প্রয়োজন, এবং নতুন দলের প্রতি তার শুভকামনা রইলো। দুর্নীতি মুক্ত এবং নতুন ধারার রাজনীতির জন্য তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন।’

এরপর, রাফে সালমান রিফাতও তার ফেসবুকে জানালেন, ‘২৮ তারিখে ঘোষিত নতুন রাজনৈতিক দলে তিনি থাকবেন না, তবে তার রাজনৈতিক পথচলা থেমে থাকবে না। তিনি বলেন, রাজনীতি একটি দীর্ঘ পথ, এবং তিনি দেশের ভবিষ্যত উন্নয়নের জন্য কাজ চালিয়ে যাবেন।’

তারা দুইজনেই নতুন দলের জন্য শুভকামনা জানিয়ে তাদের সিদ্ধান্ত স্পষ্ট করেছেন।

news