দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য, মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি - বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।

সোমবার (১২ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

তারা বলেন, সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে দেশবাসী একজন প্রবীণ রাজনীতিক, দেশমাতৃকার একজন সাহসী সেনানী ও দক্ষ মুক্তিযুদ্ধের সংগঠককে হারালো। একই সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা হারালো একজন অভিভাবককে।  

নেতৃদ্বয় বলেন, আজীবন রাজনীতিক সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যু গনতান্ত্রিক  অভিযাত্রায় এক অপূরণীয় ক্ষতি। এ শূণ্যতা পুরন হবার নয়।

news