ভারত-পাকিস্তানের ক্রিকেট লড়াই মানেই বাড়তি উত্তেজনা! সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিক পাকিস্তানে না গিয়ে হাইব্রিড মডেলে খেলেছে ভারত, নিজেদের ম্যাচগুলো দুবাইয়ে অনুষ্ঠিত হয়। ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছে রোহিত শর্মার দল। এবার এই চিরপ্রতিদ্বন্দ্বী লড়াই নিয়ে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!
ভারত-পাকিস্তান: কে সেরা? মোদির কৌশলী উত্তর
জনপ্রিয় পডকাস্ট লেক্স ফ্রিডম্যান শোতে মোদিকে সরাসরি প্রশ্ন করা হয়, ভারত-পাকিস্তানের মধ্যে কে সেরা? জবাবে মোদি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, "খেলা মানুষের মধ্যে ঐক্য আনে, প্রতিদ্বন্দ্বিতাকে বাড়ায়, কিন্তু সেরার প্রশ্নে আমি বিশেষজ্ঞ নই।"
ফলাফলই বলছে কে এগিয়ে!
তবে মোদি কৌশলী মন্তব্য করলেও এক কথায় জানিয়ে দেন, ফলাফলই বাস্তবতা বলে দেয়। তার ভাষায়,
"কিছুদিন আগেই ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছে, এবং ফলাফলই বলে দিয়েছে কে সেরা দল!"
মোদির চোখে সেরা ফুটবলার!
ক্রিকেটের পাশাপাশি ফুটবল নিয়েও প্রশ্ন করা হয় ভারতের প্রধানমন্ত্রীকে। সর্বকালের সেরা ফুটবলার কে? জবাবে তিনি বলেন,
"৮০’র দশকে ম্যারাডোনা ছিলেন সেরা, আর এখনকার সময়ে সবাই মেসিকেই সেরা বলবে।"
মোদির এই মন্তব্য এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে! আপনি কী মনে করেন? ভারত-পাকিস্তান লড়াইয়ে আসলেই কে সেরা?


