লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে ইন্টার মায়ামি কঠিন লড়াই শেষে ২-১ গোলে আটলান্টা ইউনাইটেডকে হারিয়ে মেজর সকার লিগের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে উঠে গেছে। ৪ ম্যাচে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট, ফিলাডেলফিয়ার পয়েন্ট ৯। বিপরীতে, মাত্র ৪ পয়েন্ট নিয়ে আটলান্টা রয়েছে ১২ নম্বরে।
আটলান্টার ঝড়ো শুরু, মেসির জাদুতে মায়ামির প্রত্যাবর্তন

মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচের মাত্র ১১ মিনিটেই এগিয়ে যায় আটলান্টা ইউনাইটেড। ডানপ্রান্ত থেকে ব্রুকস লেননের উড়ানো ক্রসে দুর্দান্ত হেডে গোল করেন এমানুয়েল লাটে।

কিন্তু মেসি মানেই তো জাদু! ম্যাচের ২০ মিনিটে আটলান্টার ডি-বক্সের কাছ থেকে বারটস স্লিজের পা থেকে বল ছিনিয়ে নেন আর্জেন্টাইন সুপারস্টার। এরপর এক ডিফেন্ডারকে কাটিয়ে বুদ্ধিদীপ্ত লব শটে গোলরক্ষককে পরাস্ত করেন মেসি। চলতি মৌসুমে ৫ ম্যাচে এটি তার চতুর্থ গোল!
মেসির একের পর এক চেষ্টা, শেষ মুহূর্তে মায়ামির জয়

বিরতির ঠিক আগে মেসি আরেকটি গোলের সুযোগ পেয়েছিলেন, তবে গোলরক্ষক ব্রাড গুজান অসাধারণ সেভ করেন। ৫৮ মিনিটে আবারও হতাশ হন মেসি, পরের মিনিটে সতীর্থকে দারুণ অ্যাসিস্ট দিলেও গোল পায়নি মায়ামি।

শেষ পর্যন্ত ম্যাচের ৮৫তম মিনিটে জর্দি আলবার অ্যাসিস্ট থেকে ফাফা পিকল্ট গোল করে ইন্টার মায়ামিকে জয় এনে দেন। কষ্টার্জিত এই জয়ে মেসির দল এখন শীর্ষে, আর ফুটবলপ্রেমীরা পেলেন আরও এক রোমাঞ্চকর ম্যাচ!

news