প্রতিপক্ষ হেতাফের বিপক্ষে পুরো ম্যাচে দাপট দেখালেও প্রথম হাফে গোলের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ। তারা ৯টি শট নিলেও হেতাফের গোলরক্ষকের দৃঢ়তায় বেঁচে যায় স্বাগতিকরা।
কিন্তু দ্বিতীয় হাফে সবকিছু বদলে যায়। মাত্র ৭ মিনিটের মধ্যে হেতাফের দুই ফুটবলার লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এর মধ্যে রিয়াল একটি গোলও পায়।
মাঠে নামার ৪৪ সেকেন্ডের মাথায় হেতাফের অ্যালেন নিয়ম লাল কার্ড পান। ভিনিসিউস জুনিয়রকে কনুই দিয়ে ধাক্কা দেওয়ায় রেফারি তাকে সরাসরি মাঠ থেকে বের করে দেন। এর তিন মিনিট পরই গোলের দেখা পায় রিয়াল। বদলি খেলোয়াড় গিলারের পাস থেকে দারুণ গোল করেন এমবাপ্পে।
৮৪তম মিনিটে হেতাফের আরেক খেলোয়াড় অ্যালেক্স সানক্রিস লাল কার্ড দেখেন। ভিনিসিউসের ওপর ফাউল করায় রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান, যা লাল কার্ডে রূপ নেয়। এর আগে ৭৪তম মিনিটে তিনি প্রথম হলুদ কার্ড পেয়েছিলেন।
দুই খেলোয়াড় কম নিয়ে হেতাফে আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে তারা।
৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা।রিয়াল মাদ্রিদের জয়
