আফগানিস্তানের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাবেক পাকিস্তানি অধিনায়ক শাহিদ আফ্রিদি।
তাঁর দাবি—আফগানিস্তান ভুল করছে, কারণ পাকিস্তান বহু বছর ধরে তাদের পাশে থেকেছে। আফগান ক্রিকেটারদের সিরিজ থেকে সরে যাওয়ার সিদ্ধান্তে চরম অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
কেন ক্ষুব্ধ আফ্রিদি
ত্রিদেশীয় সিরিজ থেকে আফগানিস্তান নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে, কারণ পাকিস্তানের হামলায় তিন আফগান ক্রিকেটার নিহত হয়েছিলেন।
এই ঘটনার পরই রশিদ খানদের দল সিদ্ধান্ত নেয়, তারা আর সিরিজে খেলবে না।
কিন্তু এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি আফ্রিদি।
তিনি স্থানীয় সংবাদমাধ্যমে বলেন,
“আমি এটা আশা করিনি। গত ৫০-৬০ বছর ধরে পাকিস্তান আফগানিস্তানের মানুষদের সাহায্য করছে। আমি নিজেই করাচিতে ৩৫০ আফগান পরিবারের দেখভাল করি।”
“আমাদের মধ্যে বিভেদ থাকা উচিত নয়”
আফ্রিদির মতে, পাকিস্তান ও আফগানিস্তানের মানুষের মধ্যে সম্পর্ক অনেক পুরনো।
তিনি বলেন,
“আমার বিশ্বাস, দুই দেশের মানুষ একে অপরকে ভালোবাসে। আমাদের মধ্যে কোনও বিভেদ থাকা উচিত নয়।”
তাঁর মতে, আফগানিস্তানকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে। আফ্রিদি ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আপনাদের আমাদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। কিন্তু আপনারা তাদের সঙ্গে হাত মিলিয়েছেন, যারা পাকিস্তানে দীর্ঘদিন ধরে সন্ত্রাস চালাচ্ছে। আমরা আপনাদের আশ্রয় দিয়েছি, ব্যবসার সুযোগ দিয়েছি—এভাবে প্রতিদান দেওয়া ঠিক নয়।”
আফগানিস্তানের জায়গায় খেলবে জিম্বাবুয়ে
আফগানিস্তান নাম প্রত্যাহার করলেও ত্রিদেশীয় সিরিজ বাতিল হচ্ছে না, জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
রশিদ খানদের জায়গায় তৃতীয় দল হিসেবে খেলবে জিম্বাবুয়ে।
অন্য দুই দল থাকবে—পাকিস্তান ও শ্রীলঙ্কা।
এই সিরিজ অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত।
