দীর্ঘ এক যুগ পর ঘরের মাঠে টেস্ট জয়ের উৎসব করেছে জিম্বাবুয়ে। বেন কারেনের দুর্দান্ত সেঞ্চুরি এবং রিচার্ড এনগাভারার আগুনঝরা বোলিংয়ে তারা রেকর্ড গড়ে আফগানিস্তানকে হারিয়েছে।
সিরিজের একমাত্র টেস্টে ক্রেইগ আরভিনের দল আফগানিস্তানকে ইনিংস ও ৭৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। বুধবার হারারেতে ম্যাচের তৃতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতির পর আফগানিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫৯ রানে গুটিয়ে যায়।
জিম্বাবুয়ের টেস্ট ইতিহাসে এটি তাদের সবচেয়ে বড় ব্যবধানে জয়। এর আগে ১৯৯৫ সালে পাকিস্তানের বিপক্ষে ইনিংস ও ৬৪ রানে জয় ছিল তাদের সেরা রেকর্ড। এছাড়া ২০০১ সালের পর এই প্রথম তারা ইনিংস ব্যবধানে জয় পেল। সেবার বুলাওয়েতে বাংলাদেশকে ইনিংস ও ৩২ রানে হারিয়েছিল তারা। এটি জিম্বাবুয়ের তৃতীয় ইনিংস জয়।
২০১৩ সালের সেপ্টেম্বরে হারারেতেই পাকিস্তানের বিপক্ষে ২৪ রানে জয় পেয়েছিল জিম্বাবুয়ে।
প্রথম দিন থেকেই জিম্বাবুয়ের দাপট
টস জিতে বোলিংয়ে নামা জিম্বাবুয়ে প্রথম দিন থেকেই জয়ের ভিত গড়ে দেয়। পেসার ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড ইভান্সের দুর্দান্ত বোলিংয়ে মধ্যাহ্নভোজের বিরতির পর আফগানিস্তান মাত্র ১২৭ রানে অলআউট হয়। ডানহাতি ফাস্ট বোলার ইভান্স ৫ উইকেট নেন, আর মুজারাবানির শিকার ৩ উইকেট।
এরপর ব্যাটিংয়ে নেমে বেন কারেন ও সিকান্দার রাজা বড় লিড এনে দেন। রাজা ৬৫ রানে ফিরলেও ওপেনার কারেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে ১২১ রান তুলেন। জিম্বাবুয়ের ইনিংস শেষ হয় ৩৫৯ রানে। আফগানিস্তানের পক্ষে ডানহাতি মিডিয়াম পেসার জিয়াউর রহমান অভিষেক টেস্টে ৭ উইকেট নিয়ে রশিদ খানের পর দ্বিতীয় আফগান বোলার হিসেবে এই কীর্তি গড়েন।
আফগানদের দ্বিতীয় ইনিংসে ধস
২৩২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা আফগানিস্তান দ্বিতীয় দিন ১ উইকেটে ৩৪ রান নিয়ে শেষ করে। তৃতীয় দিন সকালে মুজারাবানি ও এনগাভারার পেস বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা গুটিয়ে যায়। এনগাভারা ৫ উইকেট এবং মুজারাবানি আবারও ৩ উইকেট নেন।
আগামী সিরিজ
আগামী ২৯ অক্টোবর থেকে দুই দলের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে।
