বুধবার রাতে জুভেন্টাসের বিপক্ষে জুড বেলিংহ্যামের একমাত্র গোলেই চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ক্লাব হোক বা জাতীয় দল, এই মৌসুমে এটাই বেলিংহ্যামের প্রথম গোল।

এই ম্যাচ ছিল রিয়াল মাদ্রিদের জার্সিতে গোলরক্ষক থিবো কোর্তোয়ার ৩০০তম ম্যাচ। বেলজিয়ান এই গোলরক্ষক তার মাইলফলকের ম্যাচে ক্লিনশিট রেখেছেন, যার জন্য তাকে ৬ বার গোল ঠেকাতে হয়েছে। ২০১৮ সালের বিশ্বকাপের পর চেলসি থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন তিনি।

বার্নাব্যুতে বেলিংহ্যাম-ভিনিসিউসের জাদু

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধে। বেলিংহ্যাম গোল করলেও এর পেছনে বড় অবদান ছিল ভিনিসিউস জুনিয়রের। ৫৭তম মিনিটে তিনি বাঁ-প্রান্ত থেকে কয়েকজনকে কাটিয়ে আড়াআড়ি শট নেন। বল বারপোস্টে লেগে ফিরে আসে বেলিংহ্যামের কাছে, আর সেখান থেকে ইংলিশ এই ফুটবলার জালে বল জড়ান।

অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর এটি রিয়াল মাদ্রিদের টানা চতুর্থ জয়। এই জয়ের ধারা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই আত্মবিশ্বাস নিয়েই তারা মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে নামছে। আগামী রোববার লা লিগার সেই ম্যাচটিও হবে রিয়ালের ঘরের মাঠে।

 

news