মিরপুরে এক দর্শনীয় ব্যাটিং display দেখালেন বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান! তৃতীয় ও final ওডিআইতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তারা মাত্র ১৫.৩ ওভারেই দলের জন্য century partnership গড়েছেন, যা মিরপুরে বাংলাদেশের ১০ বছর পর প্রথম কোনো উদ্বোধনী century জুটি।

বৃহস্পতিবার সিরিজের decisive এই ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমেই attack করার mood নিয়ে এসেছিলেন দুই ওপেনার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভার শেষে বাংলাদেশের score ১২৩/০। সৌম্য সরকার ৫৯ বলে ৬৪ রান এবং সাইফ হাসান ৪৯ বলে ৫৪ রান করে not out আছেন।

এই সিরিজটি ১-১ সমতায় থাকায় শেষ ম্যাচটিই নির্ধারণ করবে কে জিতবে series। আগের দুই ম্যাচের spinning pitch-এর বিপরীতে আজকের pitch ছিল সম্পূর্ণ ব্যাটিং-friendly, আর সেই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়েছেন সৌম্য ও সাইফ।

তারা এখন ২০১৫ সালের একটি record ভাঙার খুব কাছাকাছি। তখন নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে তামিম ইকবাল ও ইমরুল কায়েস ১৪৭ রানের জুটি গড়েছিলেন। সৌম্য-সাইফ সেই record ভাঙতে মাত্র ২৪ রান দূরে আছেন।

বাংলাদেশ দলে আরও আছেন: তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, মাহিদুল ইসলাম অঙ্কন, অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, উইকেটকিপার নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ দলে আছেন: ব্রেন্ডন কিং, আলিক আথানাজে, কেসি কার্টি, অধিনায়ক ও উইকেটকিপার শাই হোপ, আকিম অগাস্তে, শেরফানে রাদারফোর্ড, জাস্টিন গ্রেভস, রোস্টন চেজ, আকিল হোসেন, খারি পিয়েরে ও গুদাকেশ মোতি।

 

news