কানাডিয়ান প্রিমিয়ার লিগে এবার যেন নিজের সেরা ছন্দে আছেন বাংলাদেশি মিডফিল্ডার শমিত শোম। তাঁর দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত। এবার কানাডিয়ান প্রিমিয়ার লিগের প্লে-অফ সেমিফাইনালেও তিনি ঝড় তুললেন। তাঁর দল ক্যাভালরি এফসি-কে নিয়ে গেলেন প্লে-অফ ফাইনালে।
গতকাল প্রতিপক্ষের মাঠে ১-০ গোলের দারুণ এক জয় ছিনিয়ে আনে শমিতের দল ক্যাভালরি এফসি। ম্যাচের ৫৭তম মিনিটে টোবিয়াস ওয়ারশেভস্কির একমাত্র গোলেই ফর্জ এফসি-কে হারায় তারা।
এই গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত নিজেকে উজাড় করে দিয়েছেন শমিত। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও তিনি নিয়মিত আক্রমণে উঠে প্রতিপক্ষকে চাপে রাখেন, আজও তার ব্যতিক্রম হয়নি। প্রতিপক্ষের মাঠে দেওয়া তাঁর ১২টি পাসের মধ্যে ১১টিই ছিল সফল। এর মধ্যে আবার দুটি 'কি পাস' রয়েছে, যা গোলের সুযোগ তৈরি করতে পারত। তিনি ১টি ড্রিবলও করেছেন এবং প্রতিপক্ষের পা থেকে বল ছিনিয়ে নিয়েছেন ৪ বার।
এমন অনবদ্য পারফর্ম্যান্সের পর জনপ্রিয় ফুটবল পরিসংখ্যান ওয়েবসাইট সোফাস্কোর তাঁকে দিয়েছে ৭.৫ রেটিং। পুরো ম্যাচে তাঁর দলের মাত্র ৩ জন খেলোয়াড় তাঁর চেয়ে বেশি রেটিং পেয়েছেন।
তবে শমিতের এমন পারফর্ম্যান্সের পর বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মনে একটু হলেও চিন্তা বাড়ল বৈকি! শমিত তাঁর পরবর্তী ম্যাচটি খেলবেন অটোয়া দলের বিপক্ষে। সেই ম্যাচটি হবে কানাডিয়ান সময় ১০ নভেম্বর। এর ফলে অন্তত আগামী ১১ নভেম্বর পর্যন্ত জাতীয় দলের ক্যাম্পে তাঁকে পাওয়া যাবে না।
যদিও এই নিয়ে খুব বেশি উদ্বেগের কারণ নেই। ভারতের বিপক্ষে বাংলাদেশের পরবর্তী বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি রয়েছে ১৮ নভেম্বর। আশা করা যাচ্ছে, কোনো দৈব দুর্বিপাক না ঘটলে, তার অনেক আগেই শমিত জাতীয় দলে যোগ দেবেন এবং দেশের জার্সিতেও একই রকম দুর্দান্ত পারফর্ম করবেন।
