রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ৩-১ গোলে হারিয়েছে এফসি বোর্নমাউথকে। দলের সুপারস্টার আর্লিং হালান্ড একাই নেটে জড়িয়েছেন দুটি গোল। ইতিহাদ স্টেডিয়ামে প্রথমার্ধে ২-১ এগিয়ে থাকা সিটি দ্বিতীয়ার্ধে আরও এক গোল যোগ করে ম্যাচ শেষ করে। বোর্নমাউথের একমাত্র গোলটি করেন জার্মান মিডফিল্ডার টেইলর অ্যাডামস।

এই জয়ে পেপ গার্দিওলার দল লিগ টেবিলের দুই নম্বরে উঠে এসেছে। ১০ ম্যাচে ৬ জয়, ৩ হার আর ১ ড্র নিয়ে সিটির পয়েন্ট ১৯। শীর্ষে থাকা আর্সেনালের থেকে তারা ৬ পয়েন্ট পিছিয়ে। বোর্নমাউথ দুই থেকে নেমে চারে চলে গেছে, তাদের পয়েন্ট ১৮। তিন নম্বরে লিভারপুল, পয়েন্টও সমান ১৮।

 

news