করাচি টেস্টে ডাবল সেঞ্চুরি উইলিয়ামসনের

২৩ মাস পর অবশেষে করাচি টেস্টে সেঞ্চুরির খরা কাটলো কেন উইলিয়ামসনের। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই হাসল নির্ভরযোগ্য এ ব্যাটারের ব্যাট। তবে রানে ফেরার ম্যাচে শুধু সেঞ্চুরিই নয়, ডাবল সেঞ্চুরিতে থামলেন কিউই এ ব্যাটার।

টেস্টের অধিনায়কত্ব ছাড়ার পর এটাই ছিল উইলিয়ামসনের প্রথম ম্যাচ। নতুন অধিনায়ক টিম সাউদির নেতৃত্বে খেলা প্রথম ম্যাচেই সবাইকে চমকে দিলেন ডানহাতি এ ব্যাটার। দুইশ রান করার পরেও তাকে আউট করতে পারেননি কেউই।

তার ব্যাটে ভর করে প্রথম টেস্টে ৬১২ রানে ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে পাকিস্তান ৪৩৮ রান করে। অধিনায়ক বাবর আজম একাই করেন ১৬১ রান। আঘা সালমানও পেয়েছেন সেঞ্চুরুর দেখা। সেই রানের জবাবে ব্যাট করতে নেমে উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরি ছাড়াও শতকের দেখা পেয়েছেন টম লাথাম। ১১৩ রান করে আউট হন তিনি। এছাড়া ডেভন কনওয়ে ৯২ এবং ইশ সোধি করেন ৬৫ রান।

টেস্ট ক্যারিয়ারে এর আগে মোট চারটি ডাবল সেঞ্চুরি করেছিলেন উইলিয়ামসন। তবে সে সবগুলো ইনিংস ছিল দেশের মাটিতে। করাচি টেস্টেই প্রথমবার এ কীর্তি গড়লেন বিদেশের মাটিতে। ৩৯৫ বলে ২০০ করেছেন ব্ল্যাকক্যাপসদের সদ্য সাবেক অধিনায়ক। দুর্দান্ত এ ইনিংসে ১টি ছক্কা ও ২১টি চারের মার মারেন তিনি। পাকিস্তানের থেকে ১৭৪ রান এগিয়ে ইনিংস শেষ করেছে উইলিয়ামসনরা। এখন চতুর্থ দিনের খেলা চলছে করাচিতে।

এনবিএস/ওডে/সি

news