ভারতের আদলে অস্ট্রেলিয়াতে তৈরি হবে উইকেট
ভারতের টার্নিং উইকেটের সঙ্গে মিল রেখে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পিচ তৈরির চেষ্টা করছে অস্ট্রেলিয়া। ফেব্রুয়ারি ও মার্চে ভারত সফর আর ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে সেরা প্রস্তুতি নিতে চায় অজি অধিনায়ক প্যাট কামিন্সের দল।
এবছর ওয়ানডে বিশ্বকাপ ভারতে। অক্টোবর-নভেম্বরের মেগা ইভেন্ট সামনে রেখে মেগা প্ল্যান রয়েছে বড় দলগুলোর। ভারতের কন্ডিশনের কথা মাথায় রেখে এশিয়ার বাইরের দলগুলো এরইমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। ফেব্রুয়ারিতে বিগ সিরিজের জন্য ইন্ডিয়া সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। প্রায় দুই মাসের ওই সফরে ৪ টেস্ট ও ৩ ওয়ানডে খেলবে তারা। বিশ্বকাপের স্কোয়াড সাজাতে যে সিরিজকে বিশেষ গুরুত্ব দিচ্ছে দু'দলই।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে ৫ ম্যাচ সিরিজে ৪-১ ব্যবধানে হেরেছিল ক্যাঙ্গারুরা। উপমহাদেশে সবসময়ই বেশ বেগ পেতে হয় তাদের। এবার হাইপ্রোফাইল সিরিজের আগে ভালো প্রস্তুতি নিয়ে আসতে চায় অজিরা। সিডনিতে ভারতের মতো উইকেট তৈরির অনুরোধ করেছেন প্যাট কামিন্স। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। সুবিধাজনক অবস্থানে থেকে চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা মিস করতে চায় না তারা।
এনবিএস/ওডে/সি