অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রস্তুত করা হয়েছে ২২টি গাড়ি। তাদের জন্য প্রস্তুত হচ্ছে বাড়িও। আজ বৃহস্পতিবার রাত ৮টায় শপথ নিতে পারে অন্তর্বর্তীকালীন সরকার। দুপুর আড়াইটার দিকে দেশে ফিরেছেন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বঙ্গভবনে শপথ অনুষ্ঠানের আয়োজনে সব প্রস্তুতি নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। উপদেষ্টাদের বাসভবন প্রস্তুতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। প্রয়োজনীয়সংখ্যক গাড়িও প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে সরকারের যানবাহন অধিদপ্তরকে।
নির্দেশনা অনুযায়ী, প্রস্তুত রাখা হয়েছে ২২টি নতুন গাড়ি।
যানবাহন অধিদপ্তর সূত্রে জানা গেছে, গেল মন্ত্রিপরিষদের সদস্যরা যেসব গাড়ি ব্যবহার করেছেন, সেসব গাড়িই পরিষ্কার-পরিছন্ন করে প্রস্তুত করা হয়েছে। এ মুহূর্তে ২২টি গাড়ি প্রস্তুত থাকলেও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ১৫টি গাড়ি যাচ্ছে। পরবর্তীতে এসব গাড়ি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে যাবে বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ে।


