"তরুণদের শুধুমাত্র চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামে প্রধান বক্তা হিসেবে তিনি এই আহ্বান জানান।
শুধু চাকরি খোঁজার মানসিকতা থেকে বেরিয়ে এসে তরুণদের উদ্যোক্তা হতে হবে।’ ‘ক্ষুদ্র পরিসরে ব্যবসা শুরু করাই সঠিক পথ। তাহলেই অর্থনৈতিক পরিবর্তন সম্ভব।’
এই প্রজন্ম পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী প্রজন্ম।’শুরুতে ছোট উদ্যোগ নিয়ে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে হবে।’"
"প্রধান উপদেষ্টার মতে, শুধুমাত্র চাকরির পেছনে ছুটলে অর্থনৈতিক মুক্তি সম্ভব নয়। তিনি তরুণদের সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান জানান। বিমসটেক সম্মেলনের অংশ হিসেবে বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তিনি।"


