ঢাকার চট্টগ্রাম সমিতির পুনর্গঠিত এডহক কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা আজ সকালে সমিতি ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক এম এ হাশেম রাজু, যিনি ৯০-এর দশকের ছাত্র আন্দোলনের অন্যতম নেতা। সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান।
সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল ঢাকায় বসবাসরত চট্টগ্রামের মানুষদের জন্য সমিতির সেবা আরও সম্প্রসারিত করা। এ লক্ষ্যে একটি হটলাইন চালু, নতুন সদস্য সংগ্রহ এবং সমিতিকে আরও কার্যকরভাবে পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। সমিতির আহ্বায়ক রাজু বলেন, "আমাদের লক্ষ্য হলো চট্টগ্রামের মানুষের সেবা করা, রাজনৈতিক বিভেদ নয়।"
তবে সভায় তীব্র রাজনৈতিক প্রতিবাদও হয়েছে। শাহাদাত হোসেন হিরু নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যিনি গত ১৩ এপ্রিল সমিতি অফিসে হামলা চালিয়ে আহত করেন হাশেম রাজু ও সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ বাবুকে। সভায় এই হামলার তীব্র নিন্দা করা হয় এবং পুলিশের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
সমিতির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রফেসর ড. মুহাম্মদ মুসা খান বলেন, "আমরা একটি অরাজনৈতিক, কল্যাণমুখী প্রতিষ্ঠান। কিন্তু যখন আমাদের নেতাদের ওপর হামলা হয়, তখন আমাদের প্রতিবাদ করতে হবে।"
সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন মিজান, অ্যাডভোকেট আব্দুল মান্নান, সমন্বয়ক মোহাম্মদ মুবিনুল ইসলামসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। তারা সমিতিকে একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
#চট্টগ্রাম_সমিতি #ঢাকার_চট্টগ্রামবাসী #সামাজিক_সংগঠন #রাজনৈতিক_হামলা #সেবামূলক_কর্মকাণ্ড


