চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট মো. শহীদ উল্লাহ রেল নিউজ ২৪ ডটকমে প্রকাশিত একটি সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। গত ২২ এপ্রিল প্রকাশিত 'রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্টের কাছে দুই ছাত্র প্রতিনিধির চাঁদা দাবি' শীর্ষক প্রতিবেদনটিকে তিনি "সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত" বলে উল্লেখ করেছেন।

কমান্ড্যান্ট শহীদ উল্লাহ তার পাঠানো প্রতিবাদলিপিতে স্পষ্ট করে বলেন, "এই সংবাদে আমার নাম ও পদবি ব্যবহার করে ১০ লক্ষ টাকা চাঁদা ও বদলির যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট। আমি সংশ্লিষ্ট ছাত্র প্রতিনিধি মো. রেজাউল করিম (নির্জন) ও মেহেদী হাসানের সঙ্গে কখনোই কোনো ধরনের ফোনালাপ বা যোগাযোগ করিনি।"

তিনি আরও যোগ করেন, "রেল নিউজে প্রচারিত অডিও রেকর্ডে আমার কোনো সম্পৃক্ততা নেই। এই মিথ্যা সংবাদ আমার পেশাগত সুনামকে ক্ষুণ্ণ করার জন্য একটি পরিকল্পিত প্রচেষ্টা।"

এ ঘটনায় কমান্ড্যান্ট সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন। রেলওয়ে কর্তৃপক্ষও এই মিথ্যা সংবাদ প্রকাশের ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানা গেছে।

#রেলওয়ে_নিরাপত্তা #মিথ্যা_সংবাদ #কমান্ড্যান্ট_প্রতিবাদ #চট্টগ্রাম_রেলওয়ে #গণমাধ্যম_দায়িত্ব

news