ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে ভোলা নাগরিক ঐক্য ফোরামের আয়োজনে বুধবার সকালে এক জোরালো মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভোলায় পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন, ভোলা-বরিশাল সেতুর দ্রুত বাস্তবায়ন এবং গ্যাস সংযোগ প্রদানের দাবিতে এই সমাবেশে ভোলার বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।
নাগরিক ঐক্য ফোরামের আহ্বায়ক নুর মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা বলেন, "৩০ লক্ষ মানুষের এই দ্বীপজেলায় এখনো নেই কোনো পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ। জরুরি অবস্থায় রোগীদেরকে বরিশাল বা ঢাকায় নিতে গিয়ে অনেকেই প্রাণ হারান নদীপথে।" তারা দ্রুত ভোলা-বরিশাল সেতু নির্মাণেরও দাবি জানান, যা এই যোগাযোগ সংকট দূর করবে।
গ্যাস সম্পদ থাকা সত্ত্বেও ভোলাবাসী গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হওয়ার বিষয়টিও উঠে আসে সমাবেশে। বক্তারা বলেন, "ভোলার গ্যাস প্রথমে ভোলাবাসীর ঘরে পৌঁছানো হোক, তারপর অন্যত্র নেওয়া হোক।"
মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং জ্বালানি মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। ভোলা জেলা প্রশাসকের কাছেও এই দাবিসমূহ পেশ করা হয়েছে।
এই আন্দোলনে অংশগ্রহণকারী স্থানীয় নেতা জাকির হাওলাদার বলেন, "আমরা দশ বছর ধরে এই দাবিগুলো করে আসছি, কিন্তু কোনো সাড়া পাইনি। এবার আমাদের আন্দোলন আরও জোরালো হবে।"
#ভোলা_আন্দোলন #মেডিকেল_কলেজ_চাই #ভোলা_সেতু #গ্যাস_সংযোগ #ভোলাবাসীর_দাবি


