২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আকার ছিল ২ লাখ ৬৫ হাজার ২৮৯ কোটি টাকা, যা ১ হাজার ৩২৬টি প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছিল। তবে চলতি বছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সাত মাসে বরাদ্দের মাত্র ২১.৫২ শতাংশ অর্থাৎ ৫৯ হাজার ৮৭৭ কোটি টাকা ব্যয় হয়েছে। এর ফলে, সরকার সংশোধিত এডিপি (আরএডিপি) আকার কমিয়ে ৪৯ হাজার কোটি টাকা কমিয়ে ২ লাখ ১৬ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে।
সোমবার, রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় সংশোধিত এডিপি অনুমোদন দেওয়া হয়। এ সভায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত উন্নয়ন বাজেট অনুমোদন করা হয়। এই সংশোধিত বাজেটের ১৮ শতাংশ কমে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের এসব তথ্য জানান।
চলতি অর্থবছরে এডিপি ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা, তবে সরকারের অন্যান্য সংস্থার নিজস্ব অর্থায়নের সাথে মিলিয়ে মোট বরাদ্দ ছিল ২ লাখ ৭৫ হাজার কোটি টাকা। এই সবকিছুর পরেও, বরাদ্দ কমিয়ে নতুন সংশোধিত বাজেট ২ লাখ ১৬ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সরকারের মূল অর্থায়ন ১ লাখ ৩৫ হাজার কোটি টাকা এবং বৈদেশিক অনুদান ও ঋণ সহায়তা হিসেবে বরাদ্দ রয়েছে ৮১ হাজার কোটি টাকা।
এছাড়া, ৫টি খাতে মোট উন্নয়ন বাজেটের ৬৪ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে, যা মোট বাজেটের ২২.৩৪ শতাংশ। এর পরই দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ বিদ্যুৎ ও জ্বালানি খাতে, যা ১৪.৭৭ শতাংশ। অন্যান্য খাতে, শিক্ষা ৯.৪২ শতাংশ, গৃহায়ণ ও কমিউনিটি ৯.১ শতাংশ এবং স্থানীয় সরকার ও পল্লি উন্নয়নে ৭.৮৩ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে।
এডিপি সংশোধনের পর, স্বাস্থ্য ও শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ কমানো হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের মূল এডিপিতে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল ২০ হাজার ৬৮২ কোটি টাকা, যা ছিল মোট বরাদ্দের ৭.৮০ শতাংশ। কিন্তু সংশোধিত বাজেটে তা ১২ হাজার ২১৯ কোটি টাকা কমানো হয়েছে, ফলে স্বাস্থ্য খাতে বরাদ্দ ৮ হাজার ৪৬৩ কোটি টাকা দাঁড়িয়েছে। শিক্ষা খাতেও কমানো হয়েছে প্রায় ১১ হাজার ১৭৯ কোটি টাকা।
পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, ১ হাজার ৪৩৭টি প্রকল্প নতুন করে আরএডিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় ২৩২টি প্রকল্পের তালিকাও অনুমোদন করা হয়েছে। সব মিলিয়ে, ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট সরকারের উন্নয়ন কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছে, তবে সামগ্রিকভাবে বাজেট কমানোর সিদ্ধান্তটি সরকারের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ।


