জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বাংলাদেশে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা অব্যাহত রাখতে জরুরি তহবিল সংগ্রহের আহ্বান জানিয়েছে। তহবিল সংকট মোকাবিলা করা না গেলে, বিশ্বের বৃহত্তম শরণার্থী ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের জন্য খাদ্য রেশন কমিয়ে আনার কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে।  

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী এপ্রিল মাসে অর্থসংকটের কারণে জাতিসংঘকে রোহিঙ্গাদের জন্য খাদ্য রেশন ১২.৫০ ডলার থেকে কমিয়ে ৬ ডলারে নামিয়ে আনতে হতে পারে। এর ফলে শরণার্থীদের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠবে।  

ডব্লিউএফপির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ডম স্কাল্পেলি এক বিবৃতিতে বলেন, **"রোহিঙ্গা শরণার্থীরা সম্পূর্ণরূপে মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। খাদ্য সহায়তায় যেকোনো ধরনের কাটছাঁট তাদের চরম সংকটে ফেলতে পারে এবং বেঁচে থাকার জন্য মরিয়া হয়ে উঠতে বাধ্য করবে।"**  

বাংলাদেশে কক্সবাজারের শরণার্থী ক্যাম্পে বসবাসকারী প্রায় দশ লাখ রোহিঙ্গা ২০১৬ এবং ২০১৭ সালে মিয়ানমার থেকে পালিয়ে এসেছিল। সীমিত কর্মসংস্থান ও শিক্ষার সুযোগের কারণে তারা পুরোপুরি ত্রাণ সহায়তার ওপর নির্ভরশীল।  

এদিকে, মিয়ানমারের রাখাইন রাজ্যে বাড়তে থাকা খাদ্য সংকটের ফলে নতুন করে আরও ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা দেখা দিয়েছে, বিশেষ করে রমজান মাসে এই তহবিল সংকট ভয়াবহ রূপ নিতে পারে।  

ডব্লিউএফপি জানিয়েছে, এপ্রিল মাসে রোহিঙ্গাদের পূর্ণ রেশন সরবরাহ করতে অন্তত ১৫ মিলিয়ন ডলার প্রয়োজন। তাই তারা বিশ্ব সম্প্রদায়ের কাছে জরুরি সহায়তার আবেদন জানিয়েছে, যাতে এই মানবিক সংকট এড়ানো যায়।

news