আবারও ভূমিকম্প নেপাল ও ভারতে 

সোমবার বিকেল ৪ টা ১৪ মিনিটে আবারও ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল । রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬ ।

ন্যাশনাল সেন্টার ফর সেসিমোলজি জানায়, এবারের ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। এর আগে, নেপালে যে কম্পন হয়, তাতে কম্পনের মাত্রা ছিল ৬.৪। 

তীব্র কম্পন অনুভূত হয় দিল্লি এনসিআর এলাকাতেও। শুক্রবার রাতে ভূমিকম্পে যায়গাটিতে প্রবল আতঙ্ক দেখা গিয়েছিল। সেদিন গভীর রাতে ঘর ছেড়ে অনেকেই বাইরে বেরিয়ে এসেছিলেন কম্পনের আতঙ্কে।

শেষ তিনদিনে এই নিয়ে তৃতীয় বার কেঁপে উঠল দিল্লি। এরআগে নেপালে ৬.৪ কম্পনের ভূমিকম্পে মারা যায় ১৬০ জন। আহত হয় ২৫০ জন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news