ইসরায়েলকে আরও নিখুত ও শক্তিশালী বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা এক মাস ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের বিরুদ্ধে সারা বিশ্বে বাড়ছে ইসরায়েল বিরোধী ক্ষোভ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন মার্কিন কংগ্রেসকে জানিয়েছে যে তারা ইসরায়েলকে ৩২ কোটি ডলারের নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম বোমা দেওয়ার পরিকল্পনা করছে। আর এর মধ্যেই ইসরায়েলকে আরও উন্নত বোমা দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। আর সেটি হলে, হামাস অবস্থানে আরও নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম হবে ইসরায়েল। ওয়াকিফহাল একটি সূত্র সোমবার রয়টার্সকে এই পরিকল্পনার কথা জানিয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ বিষয়ে প্রথম সংবাদ প্রকাশ করে। প্রভাবশালী এই সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলে স্পাইস ফ্যামিলি গ্লাইডিং বোম্ব অ্যাসেম্বলির পরিকল্পিত স্থানান্তরের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি গত ৩১ অক্টোবর কংগ্রেস নেতাদের কাছে পাঠিয়েছে বাইডেন প্রশাসন। মূলত স্পাইস ফ্যামিলি গ্লাইডিং বোম্ব অ্যাসেম্বলি হচ্ছে যুদ্ধবিমান থেকে নিক্ষেপযোগ্য এক ধরনের নির্ভুল গাইডেড বোমা।
ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাফায়েল ইউএসএ তার ইসরায়েলি মূল কোম্পানি রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমের কাছে এসব বোমা হস্তান্তর করবে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকেই গাজায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভূখণ্ডটিতে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে চার হাজারেরও বেশি শিশু। ইসরায়েলের এই হামলা থেকে বাদ যাচ্ছে না গাজার কোনও অবকাঠামো। তারা মসজিদ, গির্জা, স্কুল, হাসপাতাল, শরণার্থী শিবিরসহ বেসামরিক মানুষের বাড়ি-ঘর সব জায়গায় হামলা চালিয়ে আসছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


