স্বস্তিকা চিহ্ন নিয়ে নতুন বিতর্কে কানাডা প্রধানমন্ত্রী ট্রুডো

 সম্প্রতি তিনি এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি মন্তব্য করেন। জাস্টিন টুড্রো লিখেছেন যে, ‘যখন আমরা ঘৃণ্য ভাষা বা ছবি দেখি আমাদের তখন এর নিন্দা করা উচিৎ। পার্লামেন্ট হিলে একজনের কাছে স্বস্তিকা দেখাটা অবশ্যই গ্রহণযোগ্য নয়।’

নাৎসি জার্মানির জাতিবিদ্বেষ ও ভীতিপ্রদর্শনের প্রতীক ছিল হাকেনক্রজ বা হুকড ক্রস। স্বস্তিকা হাজার বছর আগে থেকে বিশেষ করে হিন্দুদের প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতীক।

টুড্রোর মন্তব্যের পরপরই স্যোশাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। কিছুদিন ধরেই ভারতের সাথে কানাডার কূটনৈতীক সম্পর্ক বিভিন্ন ইস্যুতে ভাল যাচ্ছেনা। এমন মন্তব্যের পর কানাডার হিন্দু সম্প্রদায়ের কাছে প্রশ্নবিদ্ধ হলেন ট্রুডো।
 
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, হিটলার পরিস্কার লিখেছেন যে স্বস্তিকাকেই তিনি বেছে নিয়েছেন দলীয় চিহ্ন হিসেবে। সেটাকে নিজের মত করে কিছুটা পরিবর্তন করেছেন তিনি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news