দিল্লির বায়ুদূষণ রোধে  ৫ রাজ্যকে খড় পুড়ানো বন্ধের নির্দেশ সুপ্রিম কোর্টের

শীতকালে ভারতের রাজধানী নয়াদিল্লির অসহনীয় বায়ুদূষণ যে কোনো মূল্যে রোধ করতে দিল্লি ও তার আশপাশের ৪ রাজ্যকে কঠোর নির্দেশনা দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। এই রাজ্যগুলো হলো দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থান।

মঙ্গলবার এ সংক্রান্ত এক মামলার শুনানিতে বিচারপতি এসকে কাউল এবং বিচারপতি শুভাংশু ধুলিয়ার বেঞ্চ এই চার রাজ্যের সরকারের উদ্দেশে বলেন, ‘আপনাদের গাফিলতির কারণে এখানে জনগণ মৃত্যু পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা এর অবসান চাই।’

সাধারণত শীতের শুরু থেকেই ভয়াবহ দূষণ ঘটে দিল্লির বাতাসে। এই দূষনের প্রধান কারণ দিল্লির সংলগ্ন ৪ রাজ্যের গ্রামগুলোতে কৃষকদের খড়-বিচুলি পোড়ানো। শীতের শুরুতেই ধান বা গমের ক্ষেতগুলো থেকে ফসল তোলার পর পরবর্তী ফসল চাষের জন্য জমিকে প্রস্তুত করতে ধান-গমের গাছের গোড়া পুড়িয়ে দেন কৃষকরা।

 প্রতি বছর শীতকালে তাই নয়াদিল্লির হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সর্দি, কাসি, শ্বাসকষ্ট, চোখ জ্বালাপোড়া জাতীয় শারীরিক সমস্যা নিয়ে ভর্তি হন শত শত রোগী। সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, শুধু শীতকালের বায়ুদূষণের কারণে প্রত্যেক দিল্লিবাসী তার আয়ুষ্কাল থেকে গড়ে  ১০ বছর হারাচ্ছেন।

চার রাজ্যকে উদ্দেশ্য করে সুপ্রিম কোর্ট বেঞ্চ বলেন, ‘এই মৌসুমে ধান-গম চাষ করতে হবে- এমন কোনো কথা নেই। অন্য ফসলও চাষ করা যেতে পারে, কিংবা ধান-গম তোলার পর গাছের যে গোড়া জমিতে থাকে তা না পুড়িয়ে জমির সঙ্গে মিশিয়ে দেওয়া যেতে পারে।’

‘তবে কী করা হবে না করা হবে, তা আপনাদের (রাজ্য সরকার) ব্যাপার। আমরা তা জানিনা, তবে দূষণ প্রতিরোধে আপনাদের অবশ্যই ব্যবস্থা নিতে হবে এবং অতি শিগগিরই তা নিতে হবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news