ভারতে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী প্রার্থী বাছাই হয়ে গিয়েছে, জানালেন উদ্ধব ঠাকরে
শনিবার এ তথ্য জানিয়ে মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, মোদীজিকে চিন্তা করতে হবে না, কে আমাদের প্রধানমন্ত্রী হবেন। আমরা ইতোমধ্যেই প্রধানমন্ত্রী ঠিক করে রেখেছি।
এদিন মুম্বইয়ের সান্তাক্রুজ হোটেলে ইন্ডিয়া জোটের একটি যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, এদিনই পঞ্চম দফার লোকসভা ভোটের প্রচারণার শেষদিন। সংবাদ সম্মেলনে ঠাকরে ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গ, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির প্রধান শারদ পাওয়ার এবং বিরোধী জোটের আরও তিন দলের নেতারা।
তিনি বলেন, মোদি অবশ্য মেনে নিয়েছেন যে, ইন্ডিয়া জোটে প্রধানমন্ত্রী পদে অসংখ্য মুখ রয়েছে। কিন্তু, বিজেপিতে উনি ছাড়া কোনও মুখ নেই। এভাবে আর কত বছর বিজেপি ওনাকে সামনে রেখে ক্ষমতা ধরে রাখতে পারবে? আমাদের কাছে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা অনেকের মধ্যেই আছে। এবার আমরাই সরকার গড়তে চলেছি।
সম্মেলনে খড়্গে কংগ্রেসের ইশতেহারকে মোদীর ভাষায় মাওবাদী বলার বিরোধিতা করেন। তিনি বলেন, মোদী প্রথমে আমাদের ইশতেহারকে মুসলিম লিগের ইশতেহার বলেছিলেন। এখন তিনি একে মাওবাদী বলছেন। উনি আগে ঠিক করুন, আসলে কি বলতে চান তিনি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


