নির্বাচনের তারিখ ঘোষণার পর ভারতে ৯ হাজার কোটি রুপির মদ, নগদ অর্থ বাজেয়াপ্ত
নিবার ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট ঘোষণা থেকে এখন পর্যন্ত দেশে প্রায় ৯০০০ কোটি রুপির হিসাব-বহির্ভূত নগদ অর্থ, মদ, মাদক, দামি ধাতু, উপঢৌকন বাজেয়াপ্ত করা হয়েছে।
ভারতে লোকসভা নির্বাচনের ৭ দফায় ভোট গ্রহণ চলছে। এখনও তিন দফার ভোট বাকি রয়েছে।
কমিশন জানিয়েছে, গত দু’মাসে প্রায় ৮,৮৮৯ কোটি রুপির মধ্যে প্রায় ৩,৯৫৮ কোটি রুপির হিসাব-বহির্ভূত মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি, ৮৪৯.১৫ কোটি নগদ রুপি, ৫.৩৯ কোটি লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত করা মদের মূল্য ৮১৪.৮৫ কোটি টাকা। ১২৬০.৩৩ কোটি টাকার দামি ধাতু, ২০০৬.৫৬ কোটি টাকার উপঢৌকন উদ্ধার করা হয়েছে।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে দেশে মোট ৩,৪৭৫ কোটি টাকার নগদ, মদ, মাদক, উপঢৌকন উদ্ধার করা হয়েছিল।
বাজেয়াপ্তের পরিমাণ সবচেয়ে বেশি প্রধানমন্ত্রী মোদির গুজরাটে। সেখান থেকে ১,৪৬১.৭৩ কোটি টাকার হিসাব-বহির্ভূত মদ, মাদক, উপঢৌকন বাজেয়াপ্ত করা হয়েছে। গত তিন দিনে রাজ্য থেকে শুধু মাদকই বাজেয়াপ্ত হয়েছে ৮৯২ কোটি রুপির, যেখানে নিষিদ্ধ মদ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


