গাজায় ইসরায়েলি বর্বর হামলায় ফের বাস্তুচ্যূত ৯ লাখ ফিলিস্তিনি
উত্তর গাজায় ইসরায়েলের নতুন করে বর্বর বিমান হামলায় আরও অন্তত ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। জাবালিয়ার শরণার্থী শিবিরে এই হামলায় হতাহত বহুমানুষ এখনো ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে রয়েছেন।
ইসরায়েল গাজায় ভয়াবহ স্থল ও বিমান হামলা তীব্র করার মধ্যে এক সপ্তাহে অন্তত ৯ লাখ ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যূত হয়েছেন।
জাবালিয়া শরণার্থী শিবির এর আশপাশে হানাদার বাহিনী ও হামাসের মধ্যে প্রচণ্ড লড়াই চলছে। এ ছাড়া দক্ষিণ গাজার রাফাহতেও লড়াই চলছে। এসব যুদ্ধে উভয় পক্ষ পরস্পরের বহু সেনা ও যোদ্ধাকে হত্যা করার দাবি করেছে।
ইসরায়েলের যুদ্ধ মন্ত্রীসভার সদস্য বেনি গান্টজ হুমকি দিয়েছেন যে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার যুদ্ধোত্তর গাজার ব্যাপারে কোন পরিকল্পনা ৮ জুনের মধ্যে দিতে ব্যর্থ হলে তিনি সরকার থেকে বেরিয়ে যাবেন।
গাজায় প্রায় সাড়ে সাত মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যায় অন্তত ৩৫,৩৮৬ জন ফিলিস্তিনি নিহত এবং ৭৯,৩৬৬ জন আহত হয়েছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


