পুতিনকে যুদ্ধে সহায়তার ফল ভোগ করতে হবে চীনকে: ন্যাটো প্রধান

সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ এই সতর্কবাণী উচ্চারণ করে বলেন, ‘চীন দুইদিকেই সুবিধা নিতে চাইছে’। তিনি বলেন, একদিকে রাশিয়ার যুদ্ধকে সমর্থন দিচ্ছে, অন্যদিকে ইউরোপের মিত্রদের সাথেও সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে চীন।

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা দীর্ঘমেয়াদে কাজে আসবে না।’ ওয়াশিংটনে সফর চলাকালীন তার সাথে কথা হয় বিবিসির।

সাক্ষাৎকারে, পারমাণবিক অস্ত্র এবং প্রতিরক্ষ ব্যয় নিয়েও কথা বলেন ন্যাটো প্রধান।

রাশিয়ার প্রতি চীনের সমর্থনের ব্যাপারে ন্যাটো দেশগুলো কী করতে পারে, এমন প্রশ্নে স্টলটেনবার্গ বলেন, নিষেধাজ্ঞার সম্ভাব্যতা নিয়ে একটি 'আলোচনা চলমান' আছে।

স্টলটেনবার্গ বলেছেন, ‘চীন অনেক প্রযুক্তি সরবরাহ করছে। এর মধ্যে মাইক্রো-ইলেকট্রনিক্সের মত প্রযুক্তিও আছে, যা দিয়ে রাশিয়া ইউক্রেনে হামলার জন্য ক্ষেপণাস্ত্র তৈরি করছে।’ 

তিনি বলেন, "চীন যদি তাদের এই আচরণ না পাল্টায়, আমাদের কিছু অর্থনৈতিক পদক্ষেপ বিবেচনা করতে হবে।"

বেইজিং ইতিমধ্যেই কিছু নিষেধাজ্ঞার কবলে পড়েছে। গত মাসে চীন এবং হংকং ভিত্তিক ২০ টি প্রতিষ্ঠানকে টার্গেট করে কড়াকড়ি আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, উত্তর কোরিয়া গোলা পাঠাচ্ছে। বিনিময়ে দেশটির মিসাইল ও পারমাণবিক কর্মসূচির জন্য অত্যাধুনিক প্রযুক্তি দিচ্ছে রাশিয়া। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news