মার্কিন রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে মেটা সিইও মার্ক জাকারবার্গকে হোয়াইট হাউসের একটি গুরুত্বপূর্ণ বৈঠক থেকে বের করে দেওয়ার অভিযোগ। এই দাবি নিয়ে ব্যবসায়ী ও রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হলেও, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিষয়টি ‘ভুল উপস্থাপন’ বলে দাবি করেছে।
ঘটনার পেছনের গল্প
এনবিসি নিউজের একটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের মেয়াদকালে শীতকালীন একদিন ওভাল অফিসে এফ-৪৭ স্টিলথ ফাইটার জেট নিয়ে সামরিক কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক চলছিল। সে সময় হঠাৎ করে জাকারবার্গ সেখানে প্রবেশ করেন। নিরাপত্তা ছাড়পত্র না থাকায়, সভায় উপস্থিত কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেন এবং তাকে বাইরে অপেক্ষা করতে বলেন।
প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনাকে ‘সভা থেকে জাকারবার্গকে বের করে দেওয়া’ বলে বর্ণনা করা হলেও, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা তা সরাসরি অস্বীকার করেছেন। নিউইয়র্ক পোস্টকে দেওয়া বক্তব্যে হোয়াইট হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, জাকারবার্গ প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণেই সেখানে গিয়েছিলেন এবং ‘হ্যালো’ বলার পর বৈঠকের সময় না হওয়ায় নিজেই সেখান থেকে চলে যান।
মেটার অবস্থান
এই বিতর্কিত প্রতিবেদন নিয়ে মেটা কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
বিশ্লেষকদের মতে, এই ঘটনাটি ট্রাম্প প্রশাসনের সময়কার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্কের টানাপড়েনের একটি প্রতিচ্ছবি। যদিও ঘটনাটি পুরনো, তবু বর্তমানে নির্বাচন সামনে রেখে এটি রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।


