এক বাংলাদেশি বন্ধুর একটি পরামর্শই বদলে দিল এক ভারতীয় প্রবাসীর জীবন! বন্ধুর কথা শুনে লটারি টিকিট কিনে সংযুক্ত আরব আমিরাত থেকে ৫০ কোটিরও বেশি টাকা জিতে নিলেন তিনি। আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট র‍্যাফেল ড্র-তে এই বিশাল অঙ্কের টাকা জিতেছেন ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা সন্দীপ কুমার প্রসাদ।

সোমবার গালফ নিউজের একটি প্রতিবেদনে এই চমকপ্রদ খবরটি প্রকাশিত হয়েছে।

লটারি জয়ী এই ভাগ্যবান ব্যক্তি সন্দীপ কুমার প্রসাদ কাজ করেন শিপিং শিল্পে একজন টেকনিশিয়ান হিসেবে। গত সেপ্টেম্বর মাসের বিগ টিকিট ড্র-তেই তিনি জিতে নেন দেড় কোটি দিরহাম (বাংলাদেশি টাকায় প্রায় ৫০ কোটি টাকা)। এই সাফল্যের পেছনে রয়েছে তার বাংলাদেশি বন্ধু জাহাঙ্গীর আলমের অবদান, যিনি নিজেও গত মার্চ মাসে লটারি জিতেছিলেন!

বিগ টিকিট স্টুডিওতে উপস্থাপক রিচার্ডের সঙ্গে কথা বলতে গিয়ে সন্দীপ জানান, "ওই (জাহাঙ্গীর) আমাকে প্রথম বিগ টিকিট সম্পর্কে জানায়। তার কথাতেই আমি লটারি টিকিট কেনা শুরু করি।"

রিপোর্ট অনুযায়ী, সন্দীপের জন্য এই টিকিট জেতা এতটা সহজ হয়নি। টানা তিন মাস ধরে তিনি লটারি টিকিট কিনতে থাকেন। অবশেষে, ১৯শে আগস্ট তিনি যে ২০০৬৬৯ নম্বর টিকিটটি কিনেছিলেন, সেটিই বদলে দেয় তার ভাগ্য। ৩রা সেপ্টেম্বর তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

৩০ বছর বয়সী এই তরুণ বলেন, "আমি টানা তিন মাস ধরে টিকিট কিনছিলাম। এই জয়ী টিকিটটি আমি আরও ২০ জনের সঙ্গে শেয়ার করছি।"

যেদিন তার জয়ের খবরটি ফোনে আসে, সেদিন তিনি পরিবারের সদস্যদের সঙ্গেই কথা বলছিলেন। সন্দীপ স্মৃতিচারণ করে বলেন, "প্রথমে এই খবরটা বিশ্বাসই করতে পারিনি। মনে হচ্ছিল এটা কোনো স্বপ্ন। যখন বুঝলাম ঘটনাটি সত্যি, তখন আমি আনন্দে কেঁদে ফেলেছিলাম।"

স্টুডিওতে কথা বলার সময় তিনি তার অসুস্থ বাবার কথা উল্লেখ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিন বছর ধরে দুবাইতে থাকা এই প্রবাসী জানান, এখন তার প্রথম কাজ হবে ভারতে ফিরে গিয়ে বাবার সঠিক চিকিৎসার ব্যবস্থা করা। উপস্থাপক রিচার্ড তাকে সান্ত্বনা দিয়ে বলেন, "ঠিক আছে, তুমি তো অসাধারণ একটি কাজই করেছ।"

দুই ভাই, এক বোন এবং স্ত্রীসহ পরিবারের সকলের কথা উল্লেখ করে সন্দীপ বলেন, তিনি তার বন্ধুর পরামর্শ এবং এই নতুন ভাগ্যের জন্য গভীরভাবে কৃতজ্ঞ।

 

news