ইসরাইলের সঙ্গে মিত্রতা জোরদারের ঘোষণা বাহরাইনের

বাহরাইনের রাজতান্ত্রিক সরকার বর্ণবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার ঘোষণা দিয়েছে। ইসরাইলের সাবেক যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন করে ক্ষমতায় আসার পর এই ঘোষণা দিল বাহরাইনের আলে খলিফা সরকার।

ধারণা করা হচ্ছে- বর্ণবাদী ইসরাইলের ইতিহাসে এবারই নেতানিয়াহুর নেতৃত্বে সবচেয়ে চরম উগ্রবাদী সরকার গঠিত হতে যাচ্ছে।

বাহারাইনের রাজা হামাদ বিন ঈসা আলে খলিফার কূটনৈতিক উপদেষ্টা শেখ খালিদ বিন আহমদ আলে খলিফা গতকাল (শনিবার) বলেছেন, "আব্রাহাম চুক্তি অনুযায়ী ইসরাইলের সঙ্গে আমাদের একটি চুক্তি আছে এবং আমরা এই চুক্তির উপর দৃঢ় থাকব। আমরা আশা করছি, একইভাবে আমরা চুক্তি বাস্তবায়ন করে চলব এবং ইসরাইলের সঙ্গে আমরা অংশীদারিত্ব গড়ে তুলবো।" বাহরাইন হচ্ছে আমেরিকার পঞ্চম নৌবহরের ঘাঁটি।

দুর্নীতি এবং রাজনৈতিক অচল অবস্থার অভিযোগ কাঁধে নিয়েই নেতানিয়াহু গত সপ্তাহে ইসরাইলের জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভ করেছেন।

বাহরাইন সরকার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেও দেশটির বেশিভাগ মানুষ এর বিপক্ষে অবস্থান নিয়েছে। বাহরাইনের খ্যাতিমান শিয়া আলেম শেখ ঈসা কাসিম সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে অব্যাহতভাবে নিন্দা জানিয়ে আসছেন।
 খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news