নাগরনো-কারাবাখ সংকটে বহিঃশক্তির হস্তক্ষেপ কাম্য নয়: ইরান

ককেশাস সংকটের আন্তঃআঞ্চলিক সমাধানের আহ্বান জানিয়েছে ইরান। সেই সঙ্গে তেহরান আবারও এ অঞ্চলের সংকট নিরসনে বহিঃশক্তির হস্তক্ষেপের বিরোধিতা করেছে। নাগরনো-কারাবাখের নিয়ন্ত্রণ নিয়ে যখন মধ্য এশিয়ার দুই প্রতিবেশ দেশ আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে তখন এ সংকট নিরসনের ব্যাপারে ইরানের এ অবস্থান তুলে ধরলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি।

তিনি মঙ্গলবার তেহরানে বলেছেন, আঞ্চলিক দেশগুলোর রাজধানীগুলোতে বসে ককেশাস সংকটের সমাধান করতে হবে কোনো বহিঃশক্তির হস্তক্ষেপের মাধ্যমে নয়।

আন্তর্জাতিকভাবে নাগরনো-কারাবাখ আজারবাইজানের ভূখণ্ড হিসেবে চিহ্নিত হলেও ওই এলাকায় জাতিগত আর্মেনীয়রা বসবাস করে। ইরানের ওই দুই প্রতিবেশী দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার সঙ্গে ইরানের নিরাপত্তা ওতপ্রোতভাবে জড়িত।

নাসের কানয়ানি বলেন, আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যত উত্তেজনাই থাকুক উভয় দেশকে পরস্পরের ভৌগলিক সীমারেখার প্রতি সম্মান জানাতে হবে। তিনি বলেন, “কাজেই আজারবাইজানের ভূখণ্ড [আর্মেনিয়া কর্তৃক] জবরদখলের নিন্দা জানায় ইরান।” একই সঙ্গে আন্তর্জাতিক আইন অনুযায়ী শান্তিপূর্ণ উপায়ে নাগরনো-কারাবাখ সংকট সমাধানের আহ্বান জানান কানয়ানি।

। খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news