গণতান্ত্রিক বাম ঐক্যের জোরালো প্রতিবাদে মুখর হয়ে উঠেছিল জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ। ২০ এপ্রিল সকালে 'চাল-তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ', 'চাঁদাবাজি ও ছিনতাই বন্ধ' এবং 'আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর করার' দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতারা অভিমত ব্যক্ত করেন যে, অন্তর্বর্তী সরকার বাজার সিন্ডিকেট ভাঙতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা বলেন, "গত ৯ মাসে মন্দির-মসজিদে হামলা, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট এবং চাঁদাবাজির মতো অপরাধ বেড়ে গেছে।" তারা অভিযোগ তোলেন যে, সরকারের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীরা ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে।

সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম সতর্ক করে বলেন, "সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।" নেতারা দাবি করেন, অযোগ্য উপদেষ্টাদের অপসারণ করে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে।

এই সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাম্যবাদী দল, প্রগতিশীল গণতান্ত্রিক দলসহ বিভিন্ন বাম দলের নেতাকর্মীরা। তারা সরকারের ব্যর্থতাকে 'গণঅভ্যুত্থানের পর জনআকাঙ্ক্ষার সম্পূর্ণ বিপরীত' বলে অভিহিত করেন।

#বাজার_সিন্ডিকেট #চাঁদাবাজি_বন্ধ #গণতান্ত্রিক_বাম_ঐক্য #নিত্যপণ্য_মূল্যবৃদ্ধি #আইনশৃঙ্খলা

news