সেরি’আতে স্পিজিয়াকে হারালো আটালান্টা


ইতালিয়ান লিগে ঘরের মাঠ স্টাডিও আলবার্টো পিকোতে আটালান্টার কাছে ১-৩ গোলে হেরেছে স্বাগতিক স্পিজিয়া। সামনের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা কয়েক সপ্তাহ আগে আটালান্টা হারালেও এই জয়ে সামনের মৌসুমে ইউরোপা লিগে অংশগ্রহণ নিশ্চিত করেছে দলটি।

 ঘরের মাঠে শুরুতে কিছুটা দাপট দেখালেও তুলনামূলক দূর্বল স্পিজিয়ার বিপক্ষে খেলার ১৫ মিনিটেই মুরিয়েলের গোলে লিড পেয়ে যায় আটালান্টা। খেলার ৩০ মিনিটে ম্যাগজিওরের সহায়তায় স্বাগতিকদের সমতায় ফেরান ভেরদে। 

বিরতির পর খেলার ৭৩মত মিনিটে ফ্রি কিকের কল্যাণে পাওয়া বলে মাথা ছুঁইয়ে আটালান্টাকে খেলায় দ্বিতীয়বার এগিয়ে নেন ডজিমসিতি। সাত মিনিট পরেই বগার দারুণ এক শট গোলবারে লেগে ফিরে আসলে গোল বঞ্চিত হয় আটালান্টা। তবে শেষের দিকে জটলার ভিতর থেকে মুরিয়েলে বাড়িয়ে দেওয়া বল জালে পাঠিয়ে আটালান্টাকে ১-৩ গোলের জয় এনে দেন পাসালিচ।

news