আইপিএল চলাকালীন দলের ভেতরের অজানা তথ্য ফাঁস করলেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ব্যাটার রামানদীপ সিং। এক পডকাস্টে তিনি জানান, তার দলের অনেক সতীর্থ ভার্চুয়াল গেমে বাজি ধরেন, যেখানে টাকার অঙ্ক লাখ লাখ রুপি পর্যন্ত পৌঁছায়!
আইপিএলের ১৮তম আসরে কেকেআরের জার্সিতে খেলছেন রামানদীপ। গতবার মাত্র ২০ লাখ রুপিতে দলে ভেড়ালেও এবার তার মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি রুপিতে। ইতোমধ্যে তিনি কেকেআরের হয়ে ১৭টি ম্যাচ খেলেছেন এবং দলের অভ্যন্তরীণ পরিবেশ সম্পর্কে ভালোই জানেন।
এক পডকাস্টে রামানদীপ বলেন, ‘আমরা প্রায়ই একে অপরের সঙ্গে বাজি ধরি। কেউ জেতে, কেউ হারে। ফিফা ও পোকার গেমে বাজি ধরা হয় সবচেয়ে বেশি।’
তিনি আরও জানান, ‘শ্রেয়াস (আইয়ার) দুর্দান্ত ফিফা খেলতে পারে, বিবেকও দুর্দান্ত প্লেয়ার। তাকে কেউ হারাতে পারে না। আমি বৈভব ও শ্রেয়াসের সঙ্গে বাজি ধরতাম। নীতিশ রানার সঙ্গেও বাজি ধরেছি।’
বাজির পরিমাণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘২০-২৫ হাজার রুপি থেকে শুরু করে কেউ কেউ ১ লাখ রুপির বাজি ধরতো ফিফায়। তবে পোকারে বাজির অঙ্ক আরও বড়, লাখ লাখ রুপি পর্যন্ত গড়ায়।’
প্রসঙ্গত, শ্রেয়াস আইয়ার এবারের আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলছেন, আর নীতিশ রানা আগামী মৌসুমে রাজস্থান রয়্যালসে যোগ দেবেন। তবে এই তথ্য ফাঁসের পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা!


