বাংলাদেশ ফুটবলে দীর্ঘদিন পর এমন উন্মাদনা দেখা গেছে। হামজা চৌধুরীর জাতীয় দলে যোগদান নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে, আর ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর সেই উন্মাদনা আরও বেড়েছে। আপাতত যুক্তরাজ্যে ফিরে গেলেও বিদায়ের আগে জানিয়ে গেছেন—"জুনে আবার ফিরছি!"

গত মঙ্গলবার শিলংয়ে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে অভিষেকেই নজর কেড়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের এই তারকা মিডফিল্ডার। গোলশূন্য ড্র হওয়া ম্যাচে তার পারফরম্যান্স মুগ্ধ করেছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের। দলের সঙ্গে ঢাকায় ফিরলেও বেশি সময় দেশে থাকতে পারেননি। বৃহস্পতিবার সকালে ম্যানচেস্টারের উদ্দেশে উড়াল দেন তিনি।

প্রথমে পরিকল্পনা ছিল ভারত থেকে সরাসরি ইংল্যান্ডে যাওয়ার। কিন্তু ফ্লাইট শিডিউল পরিবর্তন হওয়ায় ঢাকায় এক রাত কাটাতে হয় হামজাকে। বিদায়ের আগে দেশের মানুষের ভালোবাসা আর অভ্যর্থনায় মুগ্ধ হয়ে তিনি বলেন, "এটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা ভাষায় বোঝাতে পারব না। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ, আমি জুনে ফিরছি। আমার সুস্থতার জন্য দোয়া করবেন।"

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে এই বক্তব্য দেন হামজা।

এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন, সিঙ্গাপুরের বিপক্ষে। সেদিন ঘরের মাঠে আবারও লাল-সবুজের জার্সিতে দেখা যাবে এই তারকাকে। ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে হামজার দ্বিতীয় অধ্যায়ের জন্য!

 

 

news