রেলেগেশনের শঙ্কায় থাকা স্টুটগার্ডের বিপক্ষে হোঁচট খেল বায়ার্ন


চার ম্যাচ হাতে রেখেই বুন্দেসলিগায় শিরোপা জেতা বায়ার্ন মিউনিখের বিপক্ষে অ্যালিয়াঞ্জ এরেনাতে এসে ২-২ গোলে ড্র করেছে পয়েন্ট টেবিলের ১৬তম স্থানে থাকা স্টুটগার্ড। 

এদিন মাঠের খেলায় দারুণভাবে আধিপত্য দেখায় বায়ার্ন । খেলার প্রায় ৭৫ভাগ সময় বল ছিল বাভারিয়ানদের দখলে আর স্বাগতিকদের ৭৭৭ পাসের বিপরীতে স্টুটগার্ড পাস দেয় মাত্র ২৪৪টি। 

 শুরুর পাঁচ মিনিটে তিনবার আক্রমণে গিয়েও গোল আদায়ে ব্যর্থ হওয়া বায়ার্নের বিপক্ষে খেলার অষ্টম মিনিটেই ডি বক্সের প্রান্ত থেকে চোখ ধাঁধানো গোলে স্টুটগার্ডকে লিড এনে দেন থিয়াগো। পরে বিরতির আগেই নাব্রি ও মুলারের গোলে ২-১ এ এগিয়ে যায় বায়ার্ন।

পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে কালাডজিচের গোলে সমতায় ফেরে স্টুটগার্ড। পরে খেলার বাকি সময়ে আর কোন গোল না হলেও অতিরিক্ত সময়ে কোমঁ বিতর্কিত লাল পেলে বিতন্ডায় জড়িয়ে পরে দুই দলের ফুটবলাররা।

news