আইনজীবীদের ফুটবল বিশ্বকাপে কঙ্গোর কাছে বাংলাদেশের হার
রোববার (৮ মে) বাংলাদেশ সময় রাত ১১টায় মরক্কোর ইউসেফ বিন আলী স্টেডিয়ামে প্রথম ম্যাচের খেলা অনুষ্ঠিত হয়। আইনজীবী ফুটবল দলের সদস্য অ্যাডভোকেট মাহফুজ বিন ইউসুফ গণমাধ্যমকে বলেন, আইনজীবীদের বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচে কংগোর কাছে ৫-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ দল।
হারের কারন হিসেবে তিনি বলেন, রেজাল্ট সব সময় ইতিহাস লেখে। একটু এদিক-ওদিক হলে ৩-৩ ড্র অথবা ৩-২ গোলে জিততে পারতাম প্রথম ম্যাচটা। অনেক প্রতিকূলতার (আফ্রিকান গরম, শারীরিক গঠন, অনভিজ্ঞতা ইত্যাদি) পরও প্রথমবারের মত বিশ্ব আসরে নেমে ইতিহাসের অংশ হওয়ার সুযোগ পেয়ে খুশি আমরা।
১৯৮৩ সাল থেকে প্রতি দুই বছর পর পর আইনজীবীদের এই বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়। আগামীকাল বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় ব্রাজিলের সঙ্গে ২য় ম্যাচ খেলবে বাংলাদেশ


