ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনাকে খেলতেই হবে: ফিফার রায়
গত বছর সেপ্টেম্বরে ঘরের মাঠে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ বন্ধ পরিত্যাগ হয়ে যায় শুরুর কয়েক মিনিট পরেই। আর্জেন্টিনা চার ফুটবলারকে বিধি-নিষেধ না মেনে মাঠে নামানোয় এমন সিদ্ধান্ত নেয় ব্রাজিল। পরে ম্যাচটি দুই দলকে ফিফার পক্ষ থেকে খেলতে বলা হলেও আপত্তি জানায় আর্জেন্টিনা।
এবার ফিফা সাফ জানিয়ে দিয়েছে উভয় দলকেই খেলতে হবে সেই ম্যাচ। সাথে উভয় দলকে ৫০ হাজার করে সুইস ফ্রাঁ জরিমানাও করা হয়েছে। যদিও এর আগে এই জরিমানা ছিল আড়াই লাখ সুইস ফ্রাঁ। উভয় দলের আবেদনে সাড়া দিয়ে জরিমানা কমানো হয় ফিফার পক্ষ থেকে।
তবে উভয় দল আগেই বিশ্বকাপের মূল পর্বে সুযোগ পেয়ে যাওয়ায় ম্যাচটি এখন কেবলই আনুষ্ঠানিকতার।


