করোনা নেগেটিভ সাকিব, আজই যোগ দিচ্ছেন দলে

শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে যুক্তরাষ্ট্র থেকে দেশি ফিরে এসেই করোনা পজিটিভ হয়ে লংকানদের বিপক্ষে ১৫ তারিখ চট্টগ্রামে শুরু হতে যাওয়া বাংলাদেশের সম্ভাব্য একাদশ থেকে ছিটকে যান সাকিব আল হাসান তবে এবার করোনা নেগেটিভ আসায় শুক্রবার (১৩ মে) দলের সঙ্গে যোগ দিচ্ছেন সাকিব আল হাসান।

খালেদ মাহমুদ সুজন বলেন, আজ সে (সাকিব) দলের সঙ্গে দেবে ঠিকই, কিন্তু অনুশীলনে নামবে না। আগামীকাল শনিবার (১৪ মে) অনুশীলনে যোগ দেবে সে। এরপর তার ফিটনেস থাকা সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে প্রথম টেস্টে সে খেলবে কি না। তবে প্রথম টেস্টে তাকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

news