ইডেনে ‘বিরাট ম্যাচ’ বৃষ্টিতে বাতিল হলে কপাল পুড়বে কোহলিদের

 টানটান লড়াইয়ের অপেক্ষা। লখনউ বনাম বেঙ্গালুরু (Eden Kohli), যে দল জিতবে, তারা কোয়ালিফায়ার টু-তে যাবে, আর যে হারবে তাদের আইপিএলের (IPL 2022) অভিযান শেষ হয়ে যাবে।

বেঙ্গালুরু একবারও আইপিএল জেতেনি। অথচ তারা শুরু থেকেই হেভিওয়েট দল। খেতাব তাদের অধরাই থেকে গিয়েছে। এতদিন বিরাট কোহলি অধিনায়ক ছিলেন, দল খেতাব পায়নি। ফাফ ডু প্লেসির হাত ধরে চ্যাম্পিয়ন হবে আরসিবি?

সে প্রশ্ন আপাতত তোলা থাক, তার আগে বুধবার ইডেনে ম্যাচ হওয়া নিয়ে সংশয় রয়েছে। কারণ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে, তুমুল ঝড়-জল হতে পারে। একান্তই খেলা না হলে কোহলিদের কপাল পুড়বে। সেইসময় দেখা হবে কে কত পয়েন্ট পেয়েছে। বেঙ্গালুরুর পয়েন্ট ১৬, আর কেএল রাহুলের লখনউ সুপার জায়ান্টসের পয়েন্ট ১৮। সেই হিসেবে বিদায় হবে কোহলিরাই।

এমন অবস্থায় এই ম্যাচটি দুই দলের কাছেই মরণবাঁচনের। এই ম্যাচে লখনউ খুব কমই পরিবর্তন করবে। দল যদি প্লেয়িং ইলেভেনের সঙ্গে পরীক্ষা করে তাহলে দলের পুরো কম্বিনেশনটাই নষ্ট হয়ে যেতে পারে। কেএল রাহুলের দলে এভিন লুইসের ফর্ম বাদে পুরো দলটিকেই বেশ শক্তিশালী বলে মনে হচ্ছে।

সম্ভাব্য লখনউ দল: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), কেএল রাহুল (অধিনায়ক), এভিন লুইস, দীপক হুডা, ক্রুণাল পান্ডিয়া, মার্কাস স্টোইনিস, জেসন হোল্ডার, কৃষ্ণাপ্পা গৌতম,  মহসিন খান, আভেশ খান এবং রবি বিষ্ণোই।

আরসিবি দলে দুটি বদল হতে পারে। মহম্মদ সিরাজ দলে ফিরতে পারেন এবং হার্ষল প্যাটেল ফিট না হলে আকাশদীপকে সুযোগ দেওয়া হতে পারে।

সম্ভাব্য আরসিবি দল: বিরাট কোহলি, ফ্যাফ ডু’প্লেসি (অধিঃ), রজত পাতিদার, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মহিপাল লোমরর, শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হর্ষল প্যাটেল/আকাশ দীপ, মহম্মদ সিরাজ ও যশ হ্যাজেলউড।।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news