সন্ত্রাসীদের হামলায় কোমায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার 

২০২০ সালে ঘরের মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে ক্রিকেট বিশ্বে পরিচিতি লাভ করেন দক্ষিণ আফ্রিকার পেসার মন্ডলি খুমালো। ইংল্যান্ডে পেশাদার ক্রিকেট খেলতে যাওয়া এই ক্রিকেটার দলের সাথে জয় উৎযাপন করতে ব্রিস্টলের একটি পানশালাতে যাওয়ার পর সেখানে সন্ত্রসীদের  হামলার শিকার হয়ে স্থানীয় একটি হাসাপাতালের কোমায় চিকিৎসা নিচ্ছেন। 
স্থানীয় পুলিশ জানিয়েছে, ব্রিস্টলের একটি পানশালার বাইরে হামলার শিকার হন খুমালো। দলের সঙ্গে জয় উদ্যাপন করতে তিনি সেখানে গিয়েছিলেন। ঘটনার পর অচেতন খুমালোকে দ্রুত হাসপাতালে নিয়ে যান জরুরি সেবা সংস্থার কর্মীরা। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি এখন কোমায় আছেন। 
খুমালোও ২০২০ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষেও। টাইগারদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের সেই খেলায় দলকে জিতাতে না পারলে ৩ ওভার বল করেছিলেন তিনি। ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় খুমালোর। প্রাদেশি দল কাওয়াজুলু-নাটালের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন এই পেসার। ক্লাবটির হাই-পারফরম্যান্স দলের সঙ্গেও চুক্তির মাধ্যমে যুক্ত আছেন তিনি।

নর্থ পেথারটন ক্রিকেট ক্লাবে হয়ে খেলতেই ইংল্যান্ডে আসেন খুমালো। ক্লাবটির পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ছেলের পাশে থাকতে খুমালোর মাকে দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে আসার ব্যবস্থা করছে ক্লাব কর্তৃপক্ষ। তাঁর মা এই মুহূর্তে ডারবানের উমলাজিতে আছেন।

একটি বৃটিশ গণমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছিল পুলিশ। তাঁর বয়স ২৭ বছর। তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম জানানো হয়নি। জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে। 

news