চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে হারালো পিএসজি 

চ্যাম্পিয়নস লিগের ‘এফ’ গ্রুপ মৃত্যুকূপ হওয়ায়  প্রতিটি ম্যাচই দলগুলোর জন্য বাঁচা-মরার লড়াই। এই গ্রুপ থেকে চ্যাম্পিয়নস লিগে নিজেদের যাত্রাটা দারুণভাবে শুরু করেছে ফরাসি ক্লাব পিএসজি। মঙ্গলবার বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়েছে তারা।

নেইমার এবং লিওনেল মেসি না থাকায় এবার পিএসজির মূল তারকা কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই তারকা ফুটবলারের ম্যাচে শুরুটাও ছিল দারুণ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে পিএসজি। বারবার আক্রমণ করলেও কাক্সিক্ষত গোলের দেখা পাচ্ছিল না তারা। উল্টো প্রতি-আক্রমণ থেকে গোল প্রায় খেয়েই ফেলেছিল। পিএসজির গোলরক্ষক দোন্নারুম্মার কল্যাণে সে যাত্রায় বেঁচে যায় পিএসজি। 

প্রথমার্ধে গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায় পিএসজি। নিজের আদায় করা পেনাল্টি থেকে গোল করে প্যারিসের ক্লাবটিকে লিড এনে দেন এমবাপ্পে। নিজেদের দ্বিতীয় গোলের জন্যও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ফরাসি ক্লাবটিকে। ম্যাচের ৫৮ মিনিটে হাকিমির দুর্দান্ত এক গোলে ব্যবধান ২-০ করে পিএসজি। 

দিনের অপর ম্যাচে চমক দেখিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। ২০ বছর পর চ্যাম্পিয়নস লিগে ফিরে ইতালির ক্লাব এসি মিলানকে রুখে দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news