শুক্রবার, ১৪ মার্চ, আল নাসর দুর্দান্তভাবে ১০ জনের দল নিয়েও ৩-১ ব্যবধানে জয় লাভ করেছে খোলুদকে। ম্যাচের শুরুতেই ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর, রোনালদোর ৯২৮তম গোলটি দলকে রক্ষা করেছে। ৪০ পেরিয়ে এক মাস হতে চলা রোনালদো মাঠে যেন তরুণদের মতো খেলছেন, তার পারফরম্যান্স নতুন প্রজন্মকে চমকে দিয়েছে। সৌদি প্রো লিগে আল নাসর এখন পর্যন্ত সুবিধাজনক অবস্থায় না থাকলেও, ব্যক্তিগত পারফরম্যান্সে রোনালদো সর্বোচ্চ গোলদাতা হিসেবে শীর্ষে রয়েছেন।

ম্যাচের চতুর্থ মিনিটেই রোনালদো তার ৯২৮তম গোলটি করেন। সাদিও মানে বাঁ প্রান্ত ধরে আক্রমণ শুরুর পর জন ডুরানের শট বারে লেগে ফিরে আসে। সেই বল পেয়েই গোলটি করে যান রোনালদো। এর কিছুক্ষণ পর, ২৬তম মিনিটে রোনালদোর পাসে আল নাসরের দ্বিতীয় গোলটি আসে। মাঝমাঠ থেকে লম্বা পাস দিয়ে ডি-বক্সের বাঁ প্রান্তে মানেকে পাস দেন তিনি, আর মানে গোলটি করেন।

বিরতির আগেই ৩-০ গোলে এগিয়ে যায় আল নাসর। ৪১তম মিনিটে ডুরানও এক দারুণ শটে গোল করে স্কোরলাইন আরও বড় করে দেন। কিন্তু দ্বিতীয়ার্ধে ১০ জনের হয়ে খেলতে শুরু করে আল নাসর, কারণ নাওয়াফ বউশাল দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন। তবে, আল নাসরের প্রতিরোধ অনেক শক্তিশালী ছিল এবং খোলুদ তাদের এই সংকটকে পুরোপুরি কাজে লাগাতে পারেনি। ৭২তম মিনিটে জ্যাকসন মুলেকার একটি গোল শোধ করেন, তবে ম্যাচ ৩-১ ব্যবধানে শেষ হয়।

বর্তমানে আল নাসর ২৫ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে এবং শীর্ষে থাকা আল-ইত্তিহাদের সাথে তাদের পয়েন্টের ব্যবধান ১০।

 

news