ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় লিখছেন রোহিত শর্মা। টানা দুই আইসিসি ট্রফি জয়ের পর এবার তার প্রশংসায় মাতলেন সাবেক প্রোটিয়া তারকা এ বি ডি ভিলিয়ার্স। তার মতে, রোহিত কেবল বর্তমান সময়েরই নয়, সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক হয়ে উঠছেন।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতের ফাইনালে ওঠার নেতৃত্ব দিয়েছেন রোহিত। এরপর মাত্র সাত মাসের ব্যবধানে তার নেতৃত্বে ভারত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাও ঘরে তুলেছে। অধিনায়ক হিসেবে ৭৪ শতাংশ ম্যাচ জয়ের অসাধারণ রেকর্ড রয়েছে তার।
এ বি ডি ভিলিয়ার্স বলেন, "রোহিতের অধিনায়কত্বের পরিসংখ্যান দেখুন। তার জয়ের হার অসাধারণ, যা আগের অনেক অধিনায়কের চেয়ে ভালো। এভাবে এগোতে থাকলে ইতিহাসের অন্যতম সেরা ওয়ানডে অধিনায়ক হবে সে।"
শুধু অধিনায়ক নয়, ব্যাটসম্যান হিসেবেও রোহিত দুর্দান্ত। ফাইনালে ৮৩ বলে ৭৬ রানের ইনিংস খেলে দলের ভিত গড়ে দিয়েছিলেন। ডি ভিলিয়ার্স আরও বলেন, "সর্বোচ্চ চাপেও সামনে থেকে নেতৃত্ব দেওয়ার মানসিকতা রোহিতের আছে। তার অবসরের কোনো প্রশ্নই আসে না। সমালোচকদের কথায় কান দেওয়ার দরকার নেই।"
চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর অবসর গুঞ্জন উড়িয়ে দিয়ে রোহিত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি এখনই ক্রিকেট ছাড়ছেন না। ভারতীয় গণমাধ্যম বলছে, তিনি ২০২৭ বিশ্বকাপ খেলার পরিকল্পনা করছেন। যদি তাই হয়, তাহলে আরও একটি আইসিসি ইভেন্টে ভারতকে নেতৃত্ব দিতে দেখা যাবে এই তারকাকে।


