বাংলাদেশ নারী ক্রিকেট দল এবার নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেতে লড়বে বাছাই পর্বে। ৯ এপ্রিল পাকিস্তানের লাহোরে শুরু হচ্ছে নারী বিশ্বকাপ বাছাইপর্ব, যেখানে ১০ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে নিগার সুলতানার নেতৃত্বাধীন দল।
বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৩ এপ্রিল আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ, যা হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচ। ১৫ এপ্রিল স্কটল্যান্ড এবং ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে টাইগ্রেসরা। এরপর ১৯ এপ্রিল গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।
সরাসরি বিশ্বকাপে জায়গা না পাওয়ার মূল কারণ গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হার। তবে এবার বিশ্বকাপে জায়গা পেতে রাউন্ড রবিন পদ্ধতিতে লড়াই করবে ছয়টি দল, যেখানে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে।
এদিকে, নারী বিশ্বকাপের বাছাই পর্ব সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল থেকে বাদ পড়েছেন মুর্শিদা খাতুন, সুলতানা খাতুন ও তাজ নেহার। ইনজুরির কারণে স্কোয়াডে নেই অভিজ্ঞ লতা মণ্ডলও। তবে দুর্দান্ত পারফর্ম করে দলে ফিরেছেন জান্নাতুল ফেরদৌস সুমনা, ইশমা তানজিম ও রিতু মনি।
বিশ্বকাপে জায়গা করে নিতে মরিয়া বাংলাদেশ নারী দল বাছাইপর্বের আগে ৫ ও ৭ এপ্রিল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এবার দলটি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন!


