ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষে ৩০ রানে এগিয়ে বাংলাদেশ

ঢাকা টেস্টে তিন দিন শেষ হলেও, পায় দেড় দিনই মাঠের বাইরে থাকতে হয়েছে দুই দলকে। বৃষ্টি কারনে দ্বিতীয় দিনের খেলা মাঠে না গড়ালেও, তৃতীয় দিনে মাত্র ৩২.৩ ওভার খেলা হয়েছে। দিন শেষে কিউইদের থেকে ৩০ রানে এগিয়ে রয়েছে টাইগাররা।

প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে দিতে নেমে ৫ উইকেট হারিয়ে ৫৫ রানে প্রথম দিন শেষ করেছিলো নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে দ্বিতীয় দিন ও তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা বন্ধ ছিলো। তবে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় দ্বিতীয় ইনিংসে মাঠে নামে দুই দল।

শুক্রবার ব্যাটিংয়ে আসেন ১২ রানে অপরাজিত থাকা ড্যারিল মিচেল এবং ৭* রান করা গ্লেন ফিলিপস। ব্যাটিংয়ে নেমে থিতু হতে পারেননি মিচেল। ১৮ রান করে আউট হন এই ডান হাতি ব্যাটার। ১ রান করে মিচেল স্যান্টানার আউট হলেও, অপর প্রান্তে ওয়ানডে মেজাজে ব্যাট চালাতে থাকেন ফিলিপস। ২০ রান করে জেমিসন আউট হলে, ফিলিপসকে সঙ্গ দেন সাউদি। তবে সেঞ্চুরির কাছে গিয়ে সাজঘরে ফেরেন এই ডান হাতি মারকুটে ব্যাটার। ৭২ বলে ৮৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। ১৪ রানে অধিনায়ক সাউদি আউট হলে ১৮০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। এতে ৮ রানের লিড পায় সফরকারীরা।

বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম তিনটি করে উইকেট নেন। এছাড়াও শরিফুল ইসলাম ও নাঈম হাসান দুইটি করে উইকেট শিকার করেন।

তৃতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয়। জাকিরকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অধিনায়ক শান্ত। তবে পিচে থিতু হতে পারেননি তিনি। ১৫ রান করে আউট হন এই টাইগার অধিনায়ক। ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৮ রান সংগ্রহ করেছে টাইগাররা। এরপর আলোক স্বল্পতার করণে তৃতীয় দিনের খেলা সমাপ্ত ঘোষণা করে আম্পায়ার। ৩০ রানের লিড নিয়ে ১৬* রানে জাকির হোসেন এবং শূন্য রানে অপরাজিত আছেন মুমিনুল হক।

news