বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে নারী এশিয়া কাপের ফাইনালে ভারত
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে মামুলি পুঁজি সংগ্রহ করে বাংলাদেশ। অন্যদিকে বল হাতেও প্রতিরোধ করতে পারেননি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দল।
শুক্রবার (২৬ জুলাই) ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ৮১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলায় ৯ ওভাপর ও হাতে ১০ উইকেট রেখেই সহজ জয় তুলে নেয় ভারতীয় নারী দল।
দলের হয়ে ৩৯ বলে সর্বোচ্চ ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেন স্মৃতি মান্দানা। এছাড়া ২৮ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন শেফালি ভার্মা।