পিএসএলও বাবরকে অধিনায়কত্ব না করার পরামর্শ দিলেন ওয়াসিম আকরাম

ভারত বিশ্বকাপের নিজেকে সেই ভাবে মেলে ধরতে পারেনি পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। সেই সঙ্গে দলকেও ভালোভাবে নেতৃত্ব দিতে পারেনি পাকিস্তানি অধিনায়ক। তাই বিশ্বকাপের পরেই অধিনায়ক থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। এবার ঘরোয়া লিগ ও ফ্রাঞ্চাইজি লিগ থেকে অধিনায়কত্ব ছাড়ার পরামর্শ দিলেন দেশটির সাবেক পেসার ওয়াসিম আকরাম।

ওয়াসিম আকরাম বলেন, আমি বাবরকে কয়েকটি পরামর্শ দিতে পারি। সে কিছু বছর যেনো অধিনায়কত্ব থেরে সরে দাঁড়ায়। জাতীয় দল ছাড়াও ঘরোয়া ক্রিকেটেও যেনো কোনো দায়িত্বে না থাকে। সূত্র: ক্রিকেট পাকিস্তান 

তিনি বলেন, তুমি একজন বড় মাপের খেলোয়াড়। তুমি টাকা নাও। তোমার সেরা খেলাটা খেলো, রান করো আর বাড়ি যাও। পরের ম্যাচের জন্য আবার প্রস্তুতি নাও।

বিশ্বকাপের পরই ১৫ নভেম্বর তিন ফরমেটের অধিনায়কত্ব থেকে সরে আছেন বাবর আজম। এরপর টেস্ট দলের দায়িত্ব পেয়েছেন শান মাসুদ এবং টি- টোয়েন্টি নতুন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।

news